No Internet Connection !

জাতীয় সংসদ

প্রশ্ন: বাংলাদেশের আইনসভা বা পার্লামেন্টের নাম কী? উ: জাতীয় সংসদ।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কী? উ: House of the Nation।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদকাল কত? উ: ৫ বছর।
প্রশ্ন: জাতীয় সংসদের প্রতীক কী? উ: শাপলা ফুল।
প্রশ্ন: সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান কে? উ: রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ও সরকারপ্রধান প্রধানমন্ত্রী।
প্রশ্ন: জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন? উ: রাষ্ট্রপতি।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? উ: মোহাম্মদ উল্ল্যাহ।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? উত্তর: ৭ মার্চ (বুধবার) ১৯৭৩।
প্রশ্ন: প্রথম স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হয় কোন নির্বাচনে? উত্তর: নবম জাতীয় সংসদ নির্বাচনে।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমানে মোট আসন কতটি? উ: ৩৫০টি (সংরক্ষিত মহিলাদের ৫০টি আসন সহকারে)।
প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম কার নামে পরিচালিত হয়? উ: রাষ্ট্রপতির।
প্রশ্ন: সংবিধান অনুযায়ী সংসদীয় কোনো আসন শূন্য হলে কতদিনের মধ্যে উপনির্বাচন করতে হয়? উত্তর: ৯০ দিন।
প্রশ্ন: জাতীয় সংসদের সভাপতি কে? উ: স্পিকার।
প্রশ্ন: কোনো কারণে জাতীয় সংসদ ভেঙে গেলে পরবর্তী কতদিনের মধ্যে নির্বাচন করতে হয়? উত্তর: ৯০ দিন।
প্রশ্ন: বাংলাদেশে জাতীয় সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত আসন কতটি? উ: ৩০০টি।
প্রশ্ন: বর্তমান বাংলাদেশে কোন ধরনের সরকার পদ্ধতি বিদ্যমান? উ: সংসদীয় পদ্ধতি।
প্রশ্ন: প্রথম 'না' ভোট যুক্ত হয় কোন জাতীয় সংসদ নির্বাচনে? উত্তর: নবম।
প্রশ্ন: স্পিকারের দায়িত্ব পালনকালেই কে বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন? উ: আবদুর রহমান বিশ্বাস।
প্রশ্ন: কোন স্পিকার দুটি সংসদে পূর্ণ মেয়াদ স্পিকারের দায়িত্ব পালন করেন? উ: শামসুল হুদা চৌধুরী (৩য় ও ৪র্থ সংসদ)।
প্রশ্ন: বাংলাদেশের কোন স্পিকার দায়িত্বপ্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করেন? উ: হুমায়ুন রশীদ চৌধুরী (৭ম সংসদ) ১০ জুলাই, ২০০১।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি? উ: বান্দরবান।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের ১নং আসন কোনটি? উ: পঞ্চগড়।
প্রশ্ন: জাতীয় সংসদের কোন স্পিকার পরবর্তীতে বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন? উ: মোহাম্মদ উল্ল্যাহ।
প্রশ্ন: কোন জাতীয় সংসদে মহিলাদের জন্য কোন সংরক্ষিত আসন ছিল না? উ: চতুর্থ সংসদে।
প্রশ্ন: যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল যোশেফ টিটো বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন কত সালে? উ: ৩১ জানুয়ারি, ১৯৭৪ সালে।
প্রশ্ন: সংসদে কাস্টিং ভোট কাকে বলা হয়? উ: স্পিকারের ভোটকে।
প্রশ্ন: জাতীয় সংসদের মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত রয়েছে? উ: ৫০টি।
প্রশ্ন: ভারতের প্রেসিডেন্ট ভি. ভি. গিরি বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন কত সালে? উ: ১৮ জুন, ১৯৭৪ সালে।
প্রশ্ন: সংসদে ফ্লোর ক্রসিং কী? উ: অন্য দলে যোগদান কিংবা নিজ দলের বিপক্ষে ভোট দান।
প্রশ্ন: সরকারি বিল কী? উ: মন্ত্রীরা যে বিল সংসদে উত্থাপন করেন তাকে সরকারি বিল বলে।
প্রশ্ন: দেশে প্রচলিত সরকার ব্যবস্থায় মন্ত্রিগণ জবাবদিহি করেন কার কাছে? উ: জাতীয় সংসদের কাছে।
প্রশ্ন: মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক হয় কবে? উ: প্রতি সপ্তাহের সোমবার।
প্রশ্ন: জাতীয় সংসদে 'উপজেলা পরিষদ বাতিল' অধ্যাদেশ বিল পাস হয় কবে? উ: ২৬ জানুয়ারি, ১৯৯২ সালে।
প্রশ্ন: জাতীয় সংসদে 'জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন' বিল পাস হয় কবে? উ: ৩০ জানুয়ারি, ২০০০।
প্রশ্ন: হাইকোর্টে ফতোয়া বেআইনি বলে কত তারিখে রায় দেয়? উ: ১ জানুয়ারি, ২০০১।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদে এ পর্যন্ত কতজন বিদেশী রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন? উ: ২ জন। যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল যোশেফ টিটো (প্রথম) ও ভারতের সাবেক প্রেসিডেন্ট ভি. ভি. গিরি (দ্বিতীয়)।
প্রশ্ন: সংসদে হুইপের কাজ কী? উ: শৃঙ্খলা রক্ষা করা।
প্রশ্ন: অধ্যাদেশ কী? উ: রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করেন তাকে অধ্যাদেশ বলে।
প্রশ্ন: বে-সরকারি বিল কী? উ: সংসদ সদস্যগণ যে বিল সংসদে উত্থাপন করেন তাকে বে-সরকারি বিল বলে।
প্রশ্ন: বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? উ: ১৮ বছর।
প্রশ্ন: জাতীয় সংসদে জননিরাপত্তা আইন ২০০০ এর সংশোধনী বিল পাস হয় কবে? উ: ৫ এপ্রিল, ২০০০।
প্রশ্ন: জাতীয় সংসদে 'তত্ত্বাবধায়ক বিল' পাস হয় কবে? উ: ২৭ মার্চ, ১৯৯৬।
প্রশ্ন: জাতীয় সংসদে উপজেলা পরিষদ (সংশোধনী) বিল ২০০১ কবে পাস হয়? উ: ৪ এপ্রিল, ২০০১।
প্রশ্ন: জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন ২০০১ সংসদে কবে পাস হয়? উ: ১৮ জানুয়ারি, ২০০১।
প্রশ্ন: জাতীয় সংসদে জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা বিল ২০০১ কবে পাস হয়? উ: ২০ জুন, ২০০১।
প্রশ্ন: অষ্টম জাতীয় সংসদে “জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিল ২০০১" বাতিল হয় কবে? উ: ২ ডিসেম্বর, ২০০১।
প্রশ্ন: 'জাতীয় সংসদে' অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বিল ২০০১ কবে পাস হয়? উ: ৮ এপ্রিল, ২০০১।
প্রশ্ন: বাংলাদেশের স্বল্পকালীন সংসদ কোনটি? উ: ষষ্ঠ সংসদ।
প্রশ্ন: বাংলাদেশের ইতিহাসে প্রথম পূর্ণমেয়াদকালীন সংসদ কোনটি? উ: সপ্তম সংসদ।
প্রশ্ন: জাতীয় সংসদে (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন বিল-২০০৪ পাস হয় কবে? উ: ২৯ নভেম্বর, ২০০৪।
প্রশ্ন: কোন জেলাতে সংসদ আসন বেশি? উ: ঢাকা জেলায় ২০টি (দ্বিতীয় চট্টগ্রাম ১৬টি)।
প্রশ্ন: কোন জেলাতে সংসদ আসন কম? উ: রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি (১টি করে)।
প্রশ্ন: "বাঙ্গালী জাতীয়তাবাদের" পরিবর্তে "বাংলাদেশী জাতীয়তাবাদ" প্রবর্তিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? উ: পঞ্চম সংশোধনী।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? উ: ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া (ভারপ্রাপ্ত)।
প্রশ্ন: জাতীয় সংসদের প্রথম মহিলা হুইপ কে? উ: সেগুফতা ইয়াসমিন এমিলি।
প্রশ্ন: এ পর্যন্ত জাতীয় সংসদে সবচেয়ে বেশিবার সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করেন কে? উ: স্পিকার এডভোকেট আব্দুল হামিদ (৭ বার)।
প্রশ্ন: অষ্টম জাতীয় সংসদে কোন সংসদ সদস্য নিজেকে নিজে শপথ বাক্য পাঠ করান? উ: আব্দুল হামিদ (স্পিকার হিসেবে অন্যদেরকে শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে নিজের শপথ হয়ে যায়)।
top
Back
Home
Gsearch